ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় আহত নারী হাসপাতালে মৃত্যু

3

ফটিকছড়ি প্রতিনিধি

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় মো.শাকিল আহমেদ (২০) নামের এক কুরআন হাফেজ নিহত হবার পরের দিন গতকাল সোমবার ৮ এপ্রিল সকালে গুরুতর আহত ইসমু আকতার (৩৫) চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে । আহত ইসমু আকতার ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নের বেড়াজালি গ্রামের ওমান প্রবাসী মো. ফোরকানের স্ত্রী। একই ঘটনায় আহত নিহত ইসমুর কন্যা রায়সা মনি (৬) চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে। ৭ এপ্রিল রবিবার বেলা ১২টার দিকে উপজেলার ভ‚জপুর ন্যাশনাল স্কুল এন্ড কলেজ এলাকায় সিএনজি অটোরিকশা-নসিমনের সাথে মুখোমুখি সংর্ঘষে এ দুর্ঘটনা ঘটে। এতে গুরুত্ব আহত সিএনজি অটোরিকশা ভেতর থাকা যাত্রী হাফেজ শাকিল, ইসমু আকতার, রায়সা মনি গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতাবস্থায় তাদের উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে হাফেজ মো শাকিলকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক তাসলিমা নাসরিন। অপর গুরুত্বর আহত ইসমু আকতার ও তার মেয়ে রাইস মনিকে প্রাথমিক চিকিৎসা শেষে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়। পরের দিন গতকাল সোমবার সকালে ইসমু আকতার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় । এছাড়া রবিবারে নিহত হাফেজ মো. শাকিল ভোলা জেলার চরফ্যাশন উপজেলার জাহানপুর এলাকার নাছির উদ্দীনের পুত্র ও ফটিকছড়ির জামিয়া বাবুনগর মাদ্রসার শিক্ষার্থী ।