ফটিকছড়ি প্রতিনিধি
মাহে রমজানে নব কিরণের উদ্যোগে মাসব্যাপি ইফতার বিতরণের অংশ হিসেবে ফটিকছড়ির মুক্তিযোদ্ধা চত্বরে পথচারীদের মাঝে ইফতার বিতরণ শেষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৫এপ্রিল অনুষ্ঠান প্রধান অতিথি ছিলেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম উত্তর জেলা প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জিনিয়ার আরফান উল্লাহ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ব্যবসায়ী জসিম উদ্দিন, মো. শাহজাহান, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম উত্তর জেলা যুগ্ম সম্পাদক সাংবাদিক মো. এমরান হোসেন, সাংবাদিক আনোয়ার হোসেন ফরিদ, মো. উসমান, মো. মইন, মো. শাহাদাৎ। নবকিরনের সমন্বয়ক গোলাম মোস্তফা তাহেরীর সভাপতিত্বে এ সময় সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।