ফটিকছড়িতে বৃদ্ধের লাশ উদ্ধার

28

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুরে একটি চা-বাগান থেকে আনুমানিক ৭০ বছর বয়সী এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে বারমাসিয়া চা-বাগানের অভ্যন্তরে ১৩নং সেকশন থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। তবে তাঁর নাম-পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই বাগানের শ্রমিকেরা চা-পাতা চয়নের সময় দুপুরে ওই সেকশনের একটি টিলার পাশে লাশটি পড়ে থাকতে দেখে শ্রমিকেরা বাগানের ব্যবস্থাপককে খবর দেন। ব্যবস্থাপক ভূজপুর থানায় বিষয়টি অবহিত করেন। বিকেলে পুলিশ এসে লাশ উদ্ধার করেন। লাশের পরনে ছিল লুঙ্গি ও শার্ট। লাশের পাশে কিছু অপ্রয়োজনীয় কাগজ-পত্রও পাওয়া যায়।
ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ. আবদুল্লাহ বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমরা লাশ উদ্ধার করেছি। ধারণা করা হচ্ছে তিনি মানসিক রোগী। তারপরও আমরা বিষয়টি খতিয়ে দেখছি। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেকে) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।