ফটিকছড়িতে অগ্নিকান্ডে একটি বসতঘর পুড়ে গেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার ফটিকছড়ি পৌরসভা এলাকার ১নং ওয়ার্ডের তেঁতুইয়ারটিলা এলাকায় এ ঘটনা ঘটে। এতে আনুমানিক ২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ওয়ার্ডের আবদুল মান্নানের টিনশেডের বসতঘরের চুল্লি থেকে আগুনের লেলিহান শিখা দেখে এলাকার লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন। পরে খবর পেয়ে ফটিকছড়ি ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে বসতঘরটি সম্পূর্ণ পুড়ে যায়। এতে অন্তত ২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
ফটিকছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা (এসও) পুলক কান্তি সরকার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছার আগেই বসতঘরটি আগুনে পুড়ে যায়। বসতঘরের চুল্লি থেকে অগ্নিকান্ডের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।
অগ্নিদুর্গত পরিবারে নগদ অর্থ ও কম্বল বিতরণ করেছে ফটিকছড়ি পৌরসভা কর্তৃপক্ষ। ফটিকছড়ি পৌরসভার মেয়র মুহাম্মদ ইসমাইল হোসেন বলেন, দুর্গত পরিবারের মাঝে নগদ অর্থ ও কম্বল বিতরণ করা হয়েছে।