আসন্ন সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে মহাজোট মনোনীত প্রার্থী ও তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারীর নৌকা প্রতীকের সমর্থনে ফটিকছড়ি সদর বিবিরহাটে মিছিল ও গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত এ জমায়েতে ফটিকছড়ির ২টি পৌরসভা ও ১৮টি ইউনিয়ন থেকে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা মিছিল সহকারে যোগ দেন। এসময় পুরো এলাকা নেতাকর্মীদের মুহুর্মুহু স্লোগানে মুখরিত হয়ে উঠে। এরপর বিবিরহাটের মনিরা কমিউনিটি সেন্টারের সামনে থেকে সকলের অংশগ্রহণে এক মিছিল উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম সোলাইমানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এম তৌহিদুল আলম বাবু, উত্তর জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক ফখরুল আনোয়ার, উত্তর জেলা আওয়ামী লীগ নেতা হোসাইন মুহাম্মদ আবু তৈয়ব, সাদাত আনোয়ার সাদী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নাহার মুক্তা, রোসাংগীরি ইউপি চেয়ারম্যান শোয়েব আল সালেহীন, সমিতিরহাট ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ কালু, পাইন্দং ইউপি চেয়ারম্যান সরোয়ার হোসেন স্বপন, লেলাং ইউপি চেয়ারম্যান সরোয়ার উদ্দীন চৌধুরী শাহিন, নারায়ণহাট ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ, উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দা রিফাত আক্তার নিশু, ধর্মবিষয়ক সম্পাদিকা সেলিনা সফি, কৃষিবিষয়ক সম্পাদিকা রহিমা মুনসুর, তরিকত ফেডারেশন কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব তৈয়বুল বশর মাইজভান্ডারী ও কেন্দ্রীয় নেতা আফতাবুল বশর মাইজভান্ডারী, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা রায়হান আহাদ, সাজ্জাদ হোসাইন, উপজেলা আওয়ামী লীগ নেতা এমদাদুল ইসলাম চৌধুরী, মুক্তিযোদ্ধা খায়রুল বশর, আবু জফর বুলবুল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সিদ্দিকী, উপজেলা যুবলীগ নেতা কামাল পাশা, নাজিরহাট কলেজের সাবেক জিএস আব্দুল কুদ্দুস, হাসিবুন সোহাদ চৌধুরী সাকিব, উপজেলা মৎজীবী লীগের সভাপতি হারুনুর রশিদ, উপজেলা কৃষকলীগ সভাপতি নুর হোসেন, সাধারণ সম্পাদক নুরুল আমিন, উপজেলা তরিকত ফেডারেশন সভাপতি বেলাল উদ্দীন শাহ, সাধারণ সম্পাদক আলমগীর আলম, ছাত্রলীগ নেতা আফাজ উদ্দীন বাপ্পি, গিয়াস উদ্দীন বাবলু, ফয়সাল চৌধুরী জনি প্রমুখ।