ফটিকছড়িতে ঘরের চালা পড়ে গৃহবধূ নিহত

53

ফটিকছড়িতে ঘুমন্ত অবস্থায় বেড়ার ঘরের চালা ভেঙে পড়ে এক গৃহবধূ নিহত এবং ৪ জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার ভোরে সমিতিরহাট ইউনিয়নের দক্ষিণ ছাদেকনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ জেনি আকতার (২৬) প্রবাসী আবুল কাশেমের স্ত্রী। আহতরা হলেন আবুল কাশেমের মা আনেয়ারা বেগম (৬৪), বোন শামীমা আকতার (২৮), মিনু আকতার (২০) এবং ভাগিনি নিশু আকতার (১৮)। তারা কোমর এবং পা ভেঙ্গে গুরুতর আহত হন। উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দিয়ে তাদের বাড়িতে নিয়ে আসা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর ৪টা নাগাদ গ্রামের খলিল ফকির বাড়ির দুবাই প্রবাসী আবুল কাশেমের বেড়ার ঘরের লাকড়িভর্তি ছাদ ভেঙ্গে পড়ে তার ঘুমন্ত স্ত্রী ঘটনাস্থলেই নিহত এবং তার মা, বোন ও ভাগিনি আহত হন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি উপ-পরিদর্শক (এএসআই) মো. আলাউদ্দিন তালুকদার বলেন, ওই গৃহবধূকে চমেক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
সকালে ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সায়েদুল আরেফিন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নিহতের পরিবারকে সর্বাত্মক সাহায্যের আশ্বাস দেন।