ফটিকছড়িতে কিশোর গ্যাংয়ের ৪ সদস্যকে কারাদন্ড

3

ফটিকছড়িতে কিশোর গ্যাংয়ের ৪ সদস্যকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। তারা হলো- মো. আশরাফ (১৮), মো. তাজিম উদ্দিন (১৮), মো. মোশারফ উদ্দিন (১৮), মো. রিফাত (১৮)।
গত মঙ্গলবার (৯ এপ্রিল) ধর্মপুর আজাদী বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোজাম্মেল হক চৌধুরী অভিযান পরিচালনা করে এই কারাদন্ড দেন।- বাংলানিউজ
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের সহযোগিতায় অভিযানে নামেন ইউএনও। এ সময় বাজারের অলিগলি এবং দোকানের সামনে উচ্ছৃঙ্খল আচরণ এবং উপদ্রব সৃষ্টি করার দায়ে তাদের আটক করা হয়।দোষ স্বীকার করায় তাদের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়।
ইউএনও মোজাম্মেল হক চৌধুরী বলেন, দোষ স্বীকার করায় ৪ জনকে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।