ফটিকছড়ি পৌরসভা পাইলট উচ্চ বিদ্যালয়ের সভায় ইউএনও

1

ফটিকছড়ি প্রতিনিধি

ফটিকছড়ি পৌরসভা পাইলট উচ্চ বিদ্যালয়ে এক সভা গত মঙ্গলবার বিদ্যালয়ের হল রুমে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ মোজাম্মল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ে প্রধান শিক্ষক প্রদীপ কুমার রায়ের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, ফটিকছড়ি পৌরসভার সাবেক কমিশনার রফিকুল আলম চৌধুরী, শিক্ষক আব্দুল্লাহ আল মামুন, নুরুল আফসার চৌধুরী সারাং, রফিকুল আলম সওদাগর, মোহাম্মদ নাসির উদ্দিন, মোহাম্মদ রফিকুল ইসলাম, সুরাইয়া তুজ জাহান, মোহাম্মদ মাইনুল আনোয়ার, জনি কান্তি শীল, মোহাম্মদ হেলাল উদ্দিন, আব্দুল্লাহ আল মাসুম প্রমুখ।
সভায় ইউএনও মো মোজাম্মেল হক চৌধুরী বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।