ফটিকছড়ি জনকল্যাণ সংস্থার বিনামূল্যে স্বাস্থ্য সেবা

1

ফটিকছড়ি প্রতিনিধি

ফটিকছড়ি জনকল্যাণ সংস্থার ন্যায্য মূল্যে পণ্য বিতরণ ও বিনামূল্যে স্বাস্থ্য সেবা উদ্বোধনী অনুষ্ঠান ফটিকছড়ি একটি কমিউনিটি সেন্টারে ২৮জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে। ফটিকছড়ি জনকল্যাণ সংস্থার চেয়ারম্যান ও পরিচালক ডা. মো. সেলিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আরেফিন আজিম। উদ্বোধক ছিলেন উপজেলা সহকারী সমাজ সেবা কর্মকর্তা মো. আমিন উল্লাহ। ইঞ্জিনিয়ার আবুল মুনসুর ও মো. রাকিবের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সাবেক এপিপি এডভোকেট মীর মোহাম্মদ ফেরদৌস আলম সেলিম, এডভোকেট শেখ মো. আব্দুল মান্নান, উপজেলা জামায়াতের সেক্রেটারি ইউসুফ বিন সিরাজ, বিবিরহাট বণিক কল্যাণ সমিতির সভাপতি ছৈয়দ মো. ইলিয়াছ, সাবেক কাউন্সিলর ও সাংবাদিক রফিকুল আলম, মো. বেলাল, মো. মোবারকসহ প্রমুখ।