ফটিকছড়ি প্রতিনিধি
ফটিকছড়ি কোর্ট জামে মসজিদের পুনঃনির্মাণ কাজ গতকাল শুক্রবার সকালে উদ্বোধন করা হয়েছে। সৌদি এনজিও সংস্থা ‘ওয়ামী’ এবং বাংলাদেশী এনজিও সংস্থা ‘আল মানাহিল’ এর যৌথ উদ্যোগে ও সিংহভাগ অর্থায়নে এ মসজিদ পুনঃনির্মাণ কাজ শুরু হয়। পুনঃনির্মাণ কাজ উদ্বোধন করেন ওয়ার্ল্ড এসেম্বলি অব মুসলিম ইয়ুথ-ওয়ামীর পরিচালক শেইখ সালেম সাঈদ বাআওয়াদ ও শেইখ আব্দুল্লাহ রাজি ম্হুসিন। এ সময় উপস্থিত ছিলেন, ওয়ামী’র বাংলাদেশ পরিচালক মোহাম্মদ ইব্রাহিম, আল মানাহিল ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা হেলাল উদ্দিন, সেক্রেটারি মাওলানা ফরিদ উদ্দিন, ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ নূর আহমদ, ফটিকছড়ি প্রেসক্লাব সভাপতি সৈয়দ জাহেদুল্লাহ কুরাইশী, মাওলানা শরীফ উদ্দিন, এডভোকেট মোঃ আবু হামিদ জিয়াদ, এডভোকেট মোঃ আব্দুর রহিম, প্রমুখ। প্রায় অর্ধ কোটি টাকা ব্যয়ে ফটিকছড়ি কোর্ট জামে মসজিদ পুনঃনির্মাণ কাজ ইতোপূর্বে ভিত্তি প্রস্তর স্থাপন করেন ফটিকছড়ি সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক মো. মেজবাহ উদ্দিন ভূঁইয়া।