ফটিকছড়ি প্রতিনিধি
ফটিকছড়ির পাইন্দং এলাকার প‚র্ব হাইদচকিয়া গ্রামের খালাছির বাড়ির মো. সরোয়ার’র তিনটি গরু চুরি করে নিয়ে গেছে চোর চক্রের সদস্যরা। ২৯ জানুয়ারি ভোর রাতের যেকোন সময় এ চুরির ঘটনা ঘটে। চুরি হওয়া গরু মধ্যে ১টি গাভী, ১টি ষাঁড় এবং ১টি বাছুর রয়েছে। যার মূল্য আনুমানিক ৪ লাখ টাকার বেশি হবে।
ভুক্তভোগী সরোয়ার জানান – আমার গোয়ালঘরে ৪টি গরু ছিল। তন্মধ্যে ৩টি গরু চোরেরা নিয়ে যায় । এ নিয়ে তিনি প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
এ ব্যাপারে ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ নুর হোসেন বলেন, চুরি ঠেকাতে থানা পুলিশ কাজ করছে। রাতে নিয়মিত টহল জোরদার করা হয়েছে। অপরাধী যে হোক তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে। তিনি সকলের সহযোগিতা কামনা করেন।