ফটিকছড়ির ধুরুং খালে ডুবে নানি নাতনির মৃত্যু

1

ফটিকছড়ি প্রতিনিধি

ফটিকছড়ির ধুরুং খালে গোসল করতে নেমে ডুবে গিয়ে শাহানু আকতার (৫০) ও মুনতাহা আকতার (৭) নামে দুজনের মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা নানিী-নাতনি। গতকাল সোমবার দুপুর দেড়টায় কাঞ্চননগর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের গর্জান্নে মহিশেরগুন এলাকায় এ ঘটনা ঘটে। সাড়ে তিন ঘণ্টা তল্লাশি চালিয়ে তাদের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম।
নিহতের স্বজন মো. বদিউল আলম জানান, ‘দুপুরে আমার বোন শাহানু আকতার তার নাতনিদের নিয়ে ধুরুং খালে গোসল করতে যায়। প্রথমে নাতনি মুনতাহা ডুবে যেতে দেখলে তাকে উদ্ধার করতে গিয়ে সেও ডুবে যায়। এ সময় অপর নাতনি সুমাইয়া (১০) প্রাণে বেঁচে যায়।’
উদ্ধার কাজে অংশ নেয়া স্থানীয় আবু তাহের জানান, ‘খবর পেয়ে আমরা এলাকাবাসী উদ্ধার কাজ চালাই। নিখোঁজের দুই ঘণ্টা পর প্রথমে নানী শাহানু আকতারকে এবং এর এক ঘণ্টা পর নাতনি মুনতাহা আকতারের মরদেহ উদ্ধার করি।’
স্থানীয়রা অভিযোগ করেন, ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের কারণে খালে গভীর গর্ত সৃষ্টি হয়। সেই গর্তে পড়ে দুটো প্রাণ নিমেষেই শেষ হয়ে গেল। পরে ঘটনাস্থলে উপস্থিত হন ফটিকছড়ি ফায়ার স্টেশনের একটি টিম ও থানা পুলিশের টিম।
উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও কাঞ্চননগর ইউনিয়নের প্রশাসক মো. নজরুল ইসলাম বলেন, এটি একটি মর্মান্তিক ঘটনা। স্থানীয়দের সহযোগিতায় মরদেহ উদ্ধার করা হয়েছে।