ফটিকছড়িতে ৩ বেকারিকে জরিমানা

1

ফটিকছড়ি প্রতিনিধি

অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন করার অপরাধে ফটিকছড়িতে ৩টি বেকারিকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল মঙ্গলবার সকালে উপজেলা সদর বিবিরহাটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩ প্রতিষ্ঠানের মালিককে এ অর্থদন্ড দেন উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম।
তিনি জানান, বিবিরহাট বাজারে অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন করার অপরাধে মমতাজ বেকারি, অনিল বেকারি এবং আবুল হোসেন বেকারি থেকে মোট ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।