ফটিকছড়ি প্রতিনিধি
ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভাধীন ব্রাহ্মণহাট সংলগ্ন হালদা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৩ জনকে আটক করে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।
অভিযানের নেতৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম।
তিনি জানান, নদী থেকে বালু উত্তোলনের সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের কথা স্বীকার করায় আটক ৩ জনকে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এসময় বালু উত্তোলন ও পরিবহনের কাজে ব্যবহৃত ২টি গাড়ি জব্দ করা হয়। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।










