ফটিকছড়ি প্রতিনিধি
ফটিকছড়িতে দুটি ইটভাটায় অভিযান চালিয়ে ২ মামলায় দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সদ্য যোগদানকৃত উপজেলা সহকারী কমিশনার (ভূমি), নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালতের হাকিম আবদুল্লাহ আল আমিন গতকাল সোমবার পরিবেশ অধিদপ্তর ও ফটিকছড়ি থানা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে ইটভাটার মালিকদ্বয়কে এ অর্থদন্ড প্রদান করেন। ইটভাটাগুলো হল পিবিএম, এসবিএম।
ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল আমিন জানান,জ্বালানি হিসেবে কয়লার পরিবর্তে কাঠ ব্যবহার এবং পরিবেশের ক্ষতি করে ইটভাটা স্থাপন ও ইট প্রস্তুত করার অপরাধে সংশ্লিষ্ট ধারায় অভিযোগ এনে পিবিএম, এসবিএম ইটভাটার প্রত্যেকটিকে এক লাখ টাকা করে মোট দুই লাখ টাকা জরিমানা করে তৎক্ষণাৎ আদায় করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
জানা গেছে, উপজেলায় ৫২টি ইটভাটার মধ্যে লাইসেন্স রয়েছে ১১টিতে। শুধু উচ্চ আদালতে রিটের মাধ্যমে রাজস্ব ফাঁকি দিয়ে বছরের পর বছর অবৈধভাবে চালাচ্ছে এসব ভাটা। ফসলি জমির ওপরিভাগের মাটি (টপ সয়েল) কেটে তৈরি করা হচ্ছে ইট। এছাড়া এসব ভাটায় পোড়ানো হচ্ছে সরকারি বনাঞ্চলের কাঠ। অধিকাংশ ইট ভাটায় দিনের পর দিন কাঠ দিয়ে ইট পোড়ানো অব্যাহত থাকায় পরিবেশের যেমন ক্ষতি হচ্ছে তেমনি ভাবে স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে স্থানীয় অধিবাসীদের। পাশাপাশি ভাটিগুলোতে মাত্রাতিরিক্ত কাঠ পোড়ানোর ফলে বায়ু দূষণসহ কৃষি উৎপাদনে মারাত্মক প্রভাব পড়ছে।