ফটিকছড়িতে ১১ দোকান ভস্মীভূত

1

ফটিকছড়ি প্রতিনিধি

ফটিকছড়ি উপজেলার ভ‚জপুর থানাধীন কাজিরহাট বাজারে অগ্নিকান্ডে ১১টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। গত বুধবার সকাল ৬টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার ভোরে কাজিরহাট বাজারের উত্তর মাথায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হলে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। এতে রঞ্জিতের মিষ্টির দোকান, আবু সওদাগরের চালের দোকান, তসলিমের ক্রোকারিজ দোকান, আলমগীরের কাঠের দোকান, সলিমের বেডিং স্টোর, আনসারের চা দোকান, আব্বাসের ওয়ার্কশপ ও পান দোকান, তাহেরের স্টিল ফার্নিচারের দোকান, সেলিমের বিসমিল্লাহ হোটেল ও নুরুল ইসলামের গ্রিল ওয়ার্কশপ ভস্মীভ‚ত হয়।
ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের সাথে কথা হলে তারা জানান, এতে ক্ষয়ক্ষতির পরিমাণ এক কোটি টাকার বেশি হবে। আগুনের লেলিহান শিখা দেখে এলাকাবাসী আগুন নেভাতে ছুটে আসে। পরে খবর পেয়ে ফটিকছড়ি ফায়ার সার্ভিস ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফটিকছড়ি ফায়ার সার্ভিসের টিম লিডার (ভারপ্রাপ্ত) কামাল উদ্দিন চৌধুরী বলেন, দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এর আগেই দোকানগুলো পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।