ফটিকছড়িতে হেলে পড়েছে ৭ তলা ভবন, তদন্তে কমিটি

4

ফটিকছড়ি প্রতিনিধি

ফটিকছড়ি পৌরসভা সদরের কোর্ট পাড় এলাকায় একটি সাত তলা ভবন হেলে পড়েছে। ভবনটি প্রায় ১৫-১৮ ইঞ্চি হেলে পড়ে পাশের একটি ছয়তলা ভবনের গায়ে ঠেকেছে। ইতিমধ্যে ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী ভবনটি পরিদর্শন করে তদন্ত কমিটি করে দিয়েছেন। কমিটি আগামী শনিবার তদন্ত করবেন বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দারা বলেছেন, কিছুদিন আগে দুটি ভবনের মাঝে এক হাতের মতো ফাঁকা ছিল। কিন্তু এখন সাত তলা ভবনটি অন্যটির গায়ে হেলে পড়েছে। ঝুঁকিপ‚র্ণ ভবনটি যেকোনো মুহ‚র্তে ধসে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন তারা।
সদরের উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের বিপরীতে ১০০ গজ সামনেই পৌরসভার বাসিন্দা মো. আবদুল খালেক সাত শতক জমির উপর নির্মাণ করেছেন সাত তলা ভবনটি।
স‚ত্রমতে, মালিক আবদুল খালেক ২০১৯ সালে ভবনটির নির্মাণ কাজ শুরু করেন। এসময় পৌর পৌরসভা থেকে ছয় তলা ভবনের অনুমোদন নেন । ২০২১-২২ সাল থেকে সেখানে বসবাস শুরু করেন। তবে সেখানে নানারকম ত্রæটি-বিচ্যুতি ধরা পড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নির্মাণের প্রথম দিকে ৩-৪ ইঞ্চি হেলে পড়ে ভবনটি। সেই সময় এলাকাবাসী মৌখিকভাবে এ বিষয়ে পৌর কর্তৃপক্ষকে পদক্ষেপ নেওয়ার দাবি জানান। অভিযোগ করার পর কর্তৃপক্ষ ভবন মালিককে দ্রæত ব্যবস্থা নিতে তাগাদা দেন। কিন্তু অজানা কারণে তা বেশিদিন এগোয়নি। ফলে ভবনটি ঝুঁকিযুক্ত হিসেবে এখনো দাঁড়িয়ে আছে। ক্রমান্বয়ে ভবনটি হেলে পাশাপাশি ঝুঁকছে। ইতোমধ্যে ভবনটি প্রায় ১৫-১৮ ইঞ্চি হেলে আরেকটি ভবনে ঠেকে পড়েছে। ফলে আশপাশের ভবনের বাসিন্দারা ঝুঁকিতে রয়েছে। সরেজমিনে দেখা যায়, ভবনটিতে অন্তত ২১টি পরিবার বাস করেন। পাশের ভবনের উপর ভর করেছে ঝুঁকিপ‚র্ণ এই ভবনটি।
ভবনটির মালিক মো. আবদুল খালেকের মুঠোফোনে কল দিলেও বন্ধ পাওয়া যায়। ফটিকছড়ি পৌরসভার ভারপ্রাপ্ত প্রকৌশলী রাজীব বড়ুয়া বলেন, ভবনটির ছয় তলার অনুমোদন আছে। পরে অন্যায়ভাবে তিনি সাত তলা করেছেন। অভিযোগের প্রেক্ষিতে সংশ্লিষ্ট কনসার্টিং প্রতিষ্ঠান থেকে ‘ঝুঁকিমুক্ত’ সনদ দিতে বলা হয়েছে।
ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, বিষয়টি জানার পর সরেজমিনে উপ প্রকৌশলী ও সহকারী প্রকৌশলী এবং সহকারী কমিশনার( ভ‚মি) সহ আমরা দেখেছি। দেখে মনে হচ্ছে সত্যতা আছে। তবে ঝুঁকির বিষয়টি যাচাই-বাছাই করার জন্য বিশেষজ্ঞ দিয়ে একটি তদন্ত কমিটি গঠন করে দেয়া হয়েছে। কমিটি আগামী শনিবার তদন্ত করবে। তদন্ত করে তারা একটি রিপোর্ট দিবেন। সেই রিপোর্টের ভিত্তিতে আমরা ব্যবস্থা নেব।