ফটিকছড়িতে হারিয়ে যাওয়া শিশুর সন্ধান চেয়ে মানববন্ধন

2

ফটিকছড়ি প্রতিনিধি

ফটিকছড়ির দাঁতমারা এলাকায় তাবাস্সমু (৬) নামে এক শিশু অপহরণ হয়েছে দাবি করে তার সন্ধান চেয়ে স্থানীয় বিএনপি পরিবার ও এলাকাবাসী বন্যারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকালে উপজেলার দাঁতমারা বাজারে অনুষ্ঠিত মানববন্ধনে ভ‚জপুর যুবদলের নেতা একরাম বলেন, এখনো স্বৈরাচারের দোসররা রয়ে গেছে। রাজনৈতিক প্রতিহিংসার শিকার তাবাসসুমকে ফেরত না দিলে কঠোর কর্মস‚চি দেওয়া হবে। তাবাসসুমের দাদি চন্দনা বলেন, আমার নাতনিকে অপহরণ করা হয়েছে। আমার সন্তান বিগত সরকারের আমলে অনেক নির্যাতনের শিকার। খেলার সময় একটা মেয়ে কোনদিন হারিয়ে যেতে পারেনা। আমার নাতনিকে ফেরত চায়। উল্লেখ্য, উপজেলার দাঁতমারা ইউপির ৪ নং ওয়ার্ড নতুন পাড়া এলাকার আমানুল্লাহর শিশু সন্তান গত রবিবার (১৭ নভেম্বর) বিকেলে বাড়ির পাশে খেলতে যায়। এরপর থেকে তাকে খুঁজে না পেয়ে তার পরিবার ভ‚জপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।