ফটিকছড়ি প্রতিনিধি
ফটিকছড়ির ভূজপুরে শাহাদাৎ হোসেন জুনায়েদ (১৩) নামে অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্র বিষপানে আত্মহত্যা করেছে। গত সোমবার রাতে নিজ ঘরে সে বিষ পান করেছে বলে জানান তার বাবা।
শিশু জুনায়েদ উপজেলার ভূজপুর ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র ও ভূজপুর ৩ নম্বর ওয়ার্ডের বাহারটিলা এলাকার কৃষক আবুল হাশেমের ছেলে।
শিশুর বাবা আবুল হাশেম জানান, রাতে বাড়ির পাশে ব্যাডমিন্টন খেলে ঘরে আসে জুনায়েদ। কিন্তু পরিবারের সবার অগোচরে সে বিষ পান করে। বিষয়টি জানতে পেরে আমরা তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখানে কর্তব্যরত চিকিৎসক আমার ছেলেকে মৃত ঘোষণা করেন। কী কারণে জুনায়েদ বিষপান করেছে তা বলতে পারছি না।
ভূজপুর ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক আবু সাঈদ আজাদ জানান, জুনায়েদ আমাদের স্কুলে অষ্টম শ্রেণিতে পড়তো। আমরা শুনেছি সে বিষপানে আত্মহত্যা করেছে।
স্থানীয় সূত্র জানায়, জুনায়েদ বন্ধুদের পাল্লায় পড়ে টাকা নষ্ট করতে থাকে। এই নিয়ে পরিবারের সাথে তার মান-অভিমান চলতো। মূলত পরিবারের সাথে অভিমান করে সে ঘটনাটি ঘটিয়েছে বলে ধারণা করছেন তারা।
ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুল আলম জানান, পরিবারের লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।