ফটিকছড়িতে সুপারি মজানোর গর্তে নেমে দুই ভাইয়ের মৃত্যু

14

ফটিকছড়ি প্রতিনিধি

ফটিকছড়িতে বাড়ির পাশে গর্তে রাখা সুপারি তুলতে গিয়ে ২ ভাই মো. শফি (৫০) ও মো. শহিদুল্লাহর (৪০) মৃত্যু হয়েছে। তারা ওই এলাকার সালেহ আহমদ টুনুর ছেলে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১১টায় পাইন্দং ইউনিয়নের ৬নং ওয়ার্ডের হাজী গুন্নুমিয়া সওদাগরের বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় আহত হন মো. শফিউল আলম (৫৫), তৌহিদুল আলম (৪২), মো. ফারুক (৩২) ও একজন নারী।
স্থানীয় তরিকুল ইসলাম বলেন, তারা দীর্ঘদিন ধরে সুপারি মজানোর জন্য গর্তে রাখেন। পরে এসব সুপারি বিক্রি করা হয়। গর্তের উপর টিন দিয়ে ঢাকা থাকে।
তিনি বলেন, নতুন সুপারি আনা হয় গর্তে রাখার জন্য। তাই গর্তে রাখা পুরাতন সুপারি তুলতে মেশিনে পানি নিষ্কাশন করা হয়। পরে সুপারি তুলতে গিয়ে প্রথমে একজন মহিলা ওখানে পড়ে যান। তাকে উদ্ধার করতে গিয়ে বাকি ৫ জন একের পর এক অজ্ঞান হয়ে যান সেখানে।
খবর পেয়ে ফটিকছড়ি ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে যায়। স্থানীয়দের সহযোগিতায় সবাইকে উদ্ধার করে প্রথমে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সবাইকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমক) হাসপাতালে প্রেরণ করেন। চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শফি ও শহিদুল্লাহ মারা যান।স্থানীয় ইউপি সদস্য মো. মহিউদ্দিন বলেন, এটি একটি মর্মান্তিক দুর্ঘটনা। এতে ২ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন।
ফটিকছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. কামাল উদ্দিন বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। একজন নারীসহ ৬ জনকে উদ্ধার করি। ১০ ফুট গভীর গর্তে সুপারি রাখা হয়েছিল। সেখানে মিথেন গ্যাসের কারণে এ ঘটনা ঘটে।