ফটিকছড়ি প্রতিনিধি
ফটিকছড়ি সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেছে কলেজ ছাত্রদল। জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সরওয়ার আলমগীরের পৃষ্ঠপোষকতায় বৃহস্পতিবার ২৩ অক্টোবর সকাল ১১টা কলেজের হল রুমে এ বই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে শিক্ষার্থীদের মাঝে বই তুলে দেন কলেজের অধ্যক্ষ আব্দুলখালেক। বিশেষ অতিথি ছিলেন- উপাধ্যক্ষ মোহাম্মদ মনিরুজ্জামান, অধ্যাপক ইদ্রিস মিয়া, অধ্যাপক এন এম রহমত উল্লাহ ও অধ্যাপক কুতুব উদ্দিন।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের আহবায়ক মহিন উদ্দিন মেসি।
ফটিকছড়ি সরকারি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি মোহাম্মদ ইমরানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তাজ উদ্দিন জুয়েলের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহ ধর্ম বিষয়ক সম্পাদক নজিবুল করিম, ফটিকছড়ি পৌরসভা ছাত্রদলের যুগ্ম আহব্বায়ক মোহাম্মদ আরমান, কলেজ ছাত্রদলের সহ-সভাপতি মোহাম্মদ আদনান, মোহাম্মদ সাইফ, মোহাম্মদ শাহীন, মোহাম্মদ সাইফুল, মোহাম্মদ এহসান, ডেভিড, আসিফ, জোবাইদসহ কলেজ ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী।











