ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

1

ফটিকছড়ি প্রতিনিধি

চট্টগ্রামের ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। তার নাম মো. রাজু (২৪)। যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক এই যুবক ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। গতকাল রবিবার বেলা সাড়ে ১১ টায় উপজেলার দাঁতমারা ইউনিয়নের ফেনী-খাগড়াছড়ি সড়কের বালুটিলার কড়ইবাড়ান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি সদস্য মো. কামাল উদ্দিন জানান, নিহত রাজু আমার ওয়ার্ডের হেঁয়াকো এলাকার বাংলাপাড়ার মৃত সাইদুল হকের ছেলে। তাকে যাত্রীবাহী একটি বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।
ভ‚ঁজপুর থানার ওসি মাহবুবুল হক জানান, বাসের ধাক্কায় একজন নিহত হয়েছেন। বাসটি আটক করা হয়েছে। এ নিয়ে মামলা প্রক্রিয়াধীন বলে তিনি জানান।