ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

1

ফটিকছড়ি প্রতিনিধি

ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউপির আজিমপুর ইয়াছিননগর এলাকার মো. আরিফ হোসেন (১৯) নামের এক যুবক খাগড়াছড়ির মানিকছড়িতে মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক মো. শাহিন (১৮) আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের মানিকছড়ি বড়ডলু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, সন্ধ্যায় মানিকছড়ি থেকে ফটিকছড়িগামী একটি মোটরসাইকেল (চট্টমেট্টো-ল ১৭-৩৮৬১) নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এসময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী আরিফ হোসেন ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় মোটরসাইকেল চালক মো. শাহিন আহত হন। ঘটনার পরপরই ঘাতক ট্রাকসহ চালক পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।