ফটিকছড়ি প্রতিনিধি
ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় সাইদুল আনোয়ার বাবু (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল শনিবার দুপুরে বারৈয়ারহাট সৈয়দ-সৈয়দা উচ্চ বিদ্যালয় এলাকায় চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে দুর্ঘটনার শিকার হন এ যুবক। তিনি নাজিরহাট পৌরসভার ৫নং ওয়ার্ডের কুম্বারপাড়ার দায়েম চৌধুরী বাড়ির প্রবাসী ইদ্রিস মিয়ার প্রথম পুত্র।
জানা গেছে,সৈয়দ-সৈয়দা উচ্চ বিদ্যালয় এলাকায় চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে একটি টমটম গাড়ির সাথে মোটরসাইকেলর মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন যুবক সাইদুল আনোয়ার।
স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরেক যুবক চিকিৎসা নিয়েছেন।