ফটিকছড়ি প্রতিনিধি
ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে। তার নাম শারমিন আক্তার (২৫)। তিনি বৃহস্পতিবার বিকেলে উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের ফটিকছড়ি খালের ব্রিজ এলাকায় দুর্ঘটনার শিকার হয়ে মারা যান । এ ঘটনায় তার স্বামী সাইফুল ইসলাম (৩০) গুরুতর আহত হয়ে চমেক হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে। তারা উপজেলার ভ‚জপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আছিয়া চা বাগান এলাকার বাসিন্দা। ওই ওয়ার্ডের ইউপি সদস্য হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, গতকাল বৃহস্পতিবার বিকেলে ব্যাটারি চালিত দুটো অটোরিক্সার মুখোমুখি সংর্ঘষে ঘটে । এতে একটি অটোরিক্সায় থাকা যাত্রী শারমীন আকতার ও তার স্বামী সাইফুল ইসলাম গুরুতর আহত হয়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শারমিন আকতারকে মৃত ঘোষণা করেন। অপর গুরুতর আহত সাইফুল ইসলামকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়।