ফটিকছড়িতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সংবাদ সম্মেলন

1

ফটিকছড়ি প্রতিনিধি

ফটিকছড়ি বাসস্ট্যান্ড এলাকায় গত ৪ নভেম্বর ঘটে যাওয়া ঘটনাকে অনাকাক্সিক্ষত ও অপ্রত্যাশিত বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ফটিকছড়ি থানার শাখার অঙ্গ সংগঠন ফটিকছড়ি থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি নাজিম উদ্দীন ইমো।
তিনি ৬ নভেম্বর ফটিকছড়ি সদরে বিবিরহাটে সংবাদ সম্মেলনে আরো বলেন, তারা কোন অনিয়মের সাথে সম্পৃক্ত নই। গত দুই যুগ ধরে দেশের প্রয়োজনে বিএনপি ও জামায়াত এক সাথে জোটবদ্ধ হয়ে স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম অংশ নেয়। তাদের নেতা-কর্মীদের মধ্যে সুসম্পর্ক বিরাজমান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফটিকছড়ি শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি গাজী বেলাল উদ্দিন, রিপন আলী, ফটিকছড়ি পৌরসভা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ইব্রাহিম খলিল।