ফটিকছড়িতে শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বিতরণ

1

ফটিকছড়ি প্রতিনিধি

ফটিকছড়ির নাজিরহাট আদর্শ উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০০১ ব্যাচ এর উদ্যোগে অনগ্রসর ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। গত সোমবার বিদ্যালয় হল রুমে অনুষ্ঠানে এসব সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া শিক্ষকদের মাঝেও সম্মানি উপহার প্রদান করা হয়। শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু নাসের। প্রধান অতিথি ছিলেন নাজিরহাট আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জাহিদুল আলম। সহকারী প্রধান শিক্ষক বদিউল আলমের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক দিদারুল আলম, শিক্ষক নুরুল হুদা, শিক্ষক রতন কুমার বৈষ্ণব, প্রাক্তন শিক্ষার্থী তাবরিজ শাকিল, হাসানুল কবির, মোহাম্মদ ফয়জুল্লাহ, মোহাম্মদ বেলাল, অজিত, মোহাম্মদ দিদার, মঞ্জু শাহ, মোহাম্মদ সাইফু প্রমুখ।