ফটিকছড়িতে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

1

ফটিকছড়ি প্রতিনিধি

শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান স্মরণে ইউনিয়ন ভিত্তিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা ফটিকছড়ির কলেজ মাঠে বৃহস্পতিবার (২জানুয়ারি) বিকেলে অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী খেলায় পাইন্দং ইউনিয়ন ছাত্রদলকে ২-১ গোলে হারিয়ে কাঞ্চননগর ইউনিয়ন ছাত্রদল বিজয় লাভ করে।
টুর্নামেন্টের উদ্বোধক ছিলেন ফটিকছড়ি উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহŸায়ক সরওয়ার আলমগীর। তিনি তার বক্তব্যে বলেন- দেশের ক্রীড়া উন্নয়নে শহীদ জিয়া যুব ও ক্রীড়া মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেছিলেন । এ দল (বিএনপি) সরকারে থাকাকালীন সময়ে খেলাধুলাকে কখনো দলীয়করণ করে নাই, ভবিষ্যতেও করবে না।
তিনি আরো বলেন- যুব ও তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই । ছাত্র সমাজকে পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করতে এ ধরণের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে। টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক মিঞা মোশারাফুল আনোয়ার মশুর সভাপতিত্বে ও টুর্নামেন্টের সদস্য সচিব, উপজেলা ছাত্রদলের আহবায়ক মহিন উদ্দিন’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফটিকছড়ি পৌরসভা বিএনপি আহবায়ক মোবারক হোসেন কাঞ্চন, জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন, আবু কালাম আজাদ, মহি উদ্দিন আজম তালুকদার, মুনচুর আলম চৌধুরী, এস এম মনসুর, জালাল উদ্দীন চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা মুক্তিযোদ্ধ বজলুর রহমান, নুরুল ইসলাম মেম্বার, খালেদ বাবুল, নাজিম উদ্দীন বাচ্চু, নাছির উদ্দীন, মো. শাহরিয়া, বেলাল উদ্দিন, হাসানুল কবির, রশিদ চৌধুরী, মো. সাইফুদ্দিন, দৌলত মিয়া, মো. এমদাদ, মো. বেলাল, আমান উল্লাহ, বেলাল বিন নুর, মো. এরশাদ, প্রিঞ্চ ওমর ফারুক, একরামুল হক, ইমরান হোসেন মঞ্জু, মজহারুল ইকবাল লাভলু, ইউপি সদস্য মো. কাদের, এম এ মাহফুজ, আবু বক্কর মউন মহিন, নজিবুল করিম, এম মোজাম্মেল হক অভি প্রমুখ।