ফটিকছড়ি প্রতিনিধি
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি ইউনিয়ন ভিত্তিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ১৮তম খেলা গত মঙ্গলবার ফটিকছড়ির নানুপুর লায়লা কবির কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। ধর্মপুর ইউনিয়ন ছাত্রদল বনাম আব্দুলাপুর ইউনিয়ন ছাত্রদলের মধ্যকার খেলাটি ১-১ গোলের সমতায় শেষ হয়।
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শিল্পপতি সরোয়ার আলমগীরের পৃষ্ঠপোষকতায় ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত টুর্নামেন্টে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি পৌরসভা বিএনপির আহবায়ক মোবারক হোসেন কাঞ্চন। টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক মিঞা মোশরাফুল আনোয়ার চৌধুরী মশুর সভাপতিত্বে সদস্য সচিব মহিন উদ্দিনের সঞ্চালনায় উদ্বোধক ছিলেন, ইনসাফ ট্রেড ইন্টারন্যাশনালের চেয়ারম্যান এমদাদুল ইসলাম মানিক। অতিথি ছিলেন বীরমুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, বীরমুক্তিযোদ্ধা বজল আহমদ ও বীর মুক্তিযোদ্ধা নুরুল আবছার চৌধুরী।