ফটিকছড়িতে শহীদ জিয়া গোল্ডকাপ ফুটবলের খবর

1

ফটিকছড়ি প্রতিনিধি:

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি ইউনিয়ন ভিত্তিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের গ্রুপ পর্বের ৩য় খেলা গতকাল রবিবার ধর্মপুরে স্থানীয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। ফটিকছড়ি উপজেলা ছাত্রদল আয়োজিত খেলায় জাফতনগর ইউনিয়ন ছাত্রদলকে ২-০ গোলে হারিয়ে বিজয়ী হন ধর্মপুর ইউনিয়ন ছাত্রদল। খেলার উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা নুরুল আবছার চৌধুরী। টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক মিঞা মোশরাফুল আনোয়ার চৌধুরী মশুর সভাপতিত্বে সদস্য সচিব মহিন উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, উত্তর জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দিন শাহীন। উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সরোয়ার আলমগীরের পৃষ্ঠপোষকতায় টুর্নামেন্টের এ খেলায় বিশেষ অতিথি ছিলেন, আবুল হাসেম, সেলিম সিকদার, তৌহিদুল আলম, নুরুল আলম নুরু, মো. ইউসুফ, মো. সোলাইমান, নাছির উদ্দীন, মহসিন হোসেন প্রমূখ।