ফটিকছড়িতে যুবকের লাশ উদ্ধার

1

ফটিকছড়ি প্রতিনিধি

ফটিকছড়িতে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম মো. মেহরাজ (৩০)। গতকাল বুধবার ফটিকছড়ির নাজিরহাট পৌরসভারধীন ৫নং ওয়ার্ডের মেতুয়া ফকির বাড়ি থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় লাশটি উদ্ধার করে পুলিশ। তিনি ওই এলাকার জনৈক নূরুল বশরের পুত্র ও পেশায় গ্যারেজ মিস্ত্রি।
ফটিকছড়ি থানার এসআই আব্দুর রাজ্জাক জানান, খবর পেয়ে সন্ধ্যা ৬টার দিকে যুবকের নিজ বসতঘরের কক্ষ থেকে লাশ উদ্ধার করা হয়। ফাঁস লাগিয়ে সে আত্মহত্যা করেছে বলে নিহতের পিতা নুরুল বশর জানায়। বাদে আছর নামাজ পড়ে ঘরে ফিরে তার পিতা দেখতে পান ছেলে নিজ বসতঘরের (টিনসেট) কক্ষে বিমের সাথে রশিতে গলায় ফাঁস লাগিয়েছে। নিহত মেহরাজ দুই সন্তানের জনক। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন। লাশ মর্গে প্রেরণ করা হবে।
স্থানীয় বাসিন্দা নাজিরহাট পৌরসভা ছাত্রদলের আহব্বায়ক আবু বক্কর মউন জানান, চার মাস আগে থেকেই প্রতিবেশী মেহরাজ অনলাইনে টাকা হারিয়ে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে। এরপর তার স্ত্রী তাকে ছেড়ে পিতার বাড়ি কুমিল্লায় চলে যায়। আজ সেই মেহরাজ ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।