ফটিকছড়ি প্রতিনিধি
ফটিকছড়িতে ইঞ্জিনিয়ার মোসলেম উদ্দিন মহসিন (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খিরাম নানুপুর সড়কের পাশে তিনতলা একটি ভবনের ছাদে পরিত্যক্ত কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার আলম চাঁদ বাড়ির মুহাম্মদ খোরশেদের পুত্র।
জানা গেছে, প্রকৌশলী মহসিন ভাইদের নিয়ে যৌথভাবে বাড়ির অদূরে খিরাম নানুপুর সড়কের পাশে তিনতলা একটি ভবন করেন। ওই ভবনের ছাদে পরিত্যক্ত একটি কক্ষে বিমের সাথে দড়ি দিয়ে গলায় ফাঁস লাগানো তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
ফটিকছড়ি থানার ওসি নুর আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে যুবকের লাশ উদ্ধার করেছে। আজ বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে।