ফটিকছড়ি প্রতিনিধি
ফটিকছড়ির ভূজপুরের দাঁতমারা এলাকায় মো. শহিদ (৩২) নামের এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গত শনিবার সন্ধ্যায় দাঁতমারা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বড় বেতুয়া নতুন পাড়া জনৈক সেলিমের দোকানের সামনে এ ঘটনা ঘটে।
জানা যায়, শহীদের বাড়ি কুমিল্লায়। তার বাবার নাম সাইফুল ইসলাম। ফটিকছড়ি উপজেলার সীমাতুং গ্যাস ফিল্ড সংলগ্ন কালাপানি এলাকায় তার শ্বশুরবাড়ি। ফাতেমা ইসলাম নামে তার ৩ বছরের একটি কন্যা সন্তান রয়েছে এবং স্ত্রী লিজা বর্তমানে অন্তঃসত্ত্বা বলেও জানা যায়। আওয়ামী লীগ সরকার পতনের পর বড়বেতুয়া এলাকায় আমানের বাড়িতে থাকতেন নিহত যুবক। ঘটনার দিন শহীদকে সেলিমের দোকান এলাকায় একা পেয়ে আহমদ ছাফা ও রফিকের নেতৃত্বে ২০-২৫ জনের একটি সন্ত্রাসী গ্রুপ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে এলোপাতাড়ি পেটাতে থাকে। পরে গুরুতর জখম অবস্থায় তাকে পুলিশ উদ্ধার করে নাজিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। রাজনৈতিক কোন্দলে এ হত্যাকান্ড বলে ধারণা করছেন এলাকাবাসী। তবে স্থানীয় দাঁতমারা ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহান উদ্দিন মেম্বারের দাবি- এটি রাজনৈতিক কোনো কোন্দল নয়, ব্যক্তিগত আক্রোশের কারণে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে থাকতে পারে বলে তিনি জানান।
স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. তারেক ইমাম বলেন, শহীদকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগে তার মৃত্যু হয়। আর আহত নারীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।
ভ‚জপুর থানার ওসি মাহবুবুল হক বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।