ফটিকছড়ি প্রতিনিধি
ফটিকছড়ির হারুয়ালছড়িতে মেয়েকে হত্যা করেছে আপন মা। হত্যাকান্ডের শিকার মেয়ের নাম আনিকা আক্তার (২২)। গতকাল রবিবার সকাল ১০টায় এ মর্মান্তিক ঘটনা ঘটলেও জানাজানি হয় বিকেল ৫টায়। খবর পেয়ে রাতে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ভুজপুর থানা পুলিশ।
স্থানীয়দের বরাত দিয়ে হারুয়ালছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী বলেন, আমার ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সোনা মিয়াজির বাড়িতে মা ও ছেলে দুজনে মেয়েকে বসতঘরে হত্যা করেন। হত্যা করে ঘরের দরজা তালাবদ্ধ করে রাখেন তারা। পরে ৫টার দিকে জানাজানি হয় বিষয়টা।
তিনি আরও জানান, তাদের কিছুটা মানসিক সমস্যা আছে বলে জেনেছি। মেয়ে মাকে হত্যা করতে গেলে মা উল্টো মেয়েকে ছুরির আঘাতে হত্যা করেন। ল²ীপুরের এক ছেলের সাথে ওই মেয়ের বিয়ে হলেও থাকতেন বাপের বাড়িতে। তাদের ঘরে দুই শিশু সন্তান রয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় মা ও ছেলেকে আটক করেছে পুলিশ।
রাতে ভুজপুর থানার (তদন্ত) ওসি নুরুল আলম মুঠোফোনে বলেন, আমি থানার বাইরে আছি। অফিসার ইনচার্জ স্যারকে ফোন দিন।
রাত সাড়ে ৯টায় এ ব্যাপারে ভূজপুর থানার ওসি মাহবুবুল হক এর মুঠোফোনে একাধিক বার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।
রাত ৯টা ৫০মিনিটে ডিউটি অফিসার এএসআই রূপন বড়ুয়া মুঠোফোনে জানান, ঘটনাস্থল থেকে ওসি স্যার, সেকেন্ড স্যার এখনও থানায় আসেননি।