ফটিকছড়ি প্রতিনিধি
ফটিকছড়িতে নির্মাণাধীন ছয়তলা ভবন থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তার নাম জামাল উদ্দিন (২০)। গতকাল শনিবার সকালে উপজেলার নাজিরহাট পৌরসভা এলাকার নাজিরহাট বাজারের দরবার সড়কের পাশে এই ঘটনা ঘটে। দীর্ঘদিন ধরে তিনি নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছিলেন।
জানা গেছে, নিহত জামাল উদ্দিন পার্শ্ববর্তী হাটহাজারী উপজেলার চারিয়া গ্রামের মোহাম্মদ ছালামের ছেলে। শনিবার সকালে কাজ করার সময় অসাবধানতাবশত ভবন থেকে নিচে পড়ে যান জামাল । গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় । সেখানে কর্তব্যরত চিকিৎসক নাহিদ শারমিন তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার বিষয়টি স্বীকার করেছেন ভবনের মালিক মো. কাশেম।