ফটিকছড়িতে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

1

নিজস্ব প্রতিবেদক

ফটিকছড়িতে পারিবারিক বিরোধের জের ধরে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত বৈকুণ্ঠ চন্দ্র নাথ (৭০) উপজেলার সুন্দরপুর ইউনিয়নের আজিমপুর গ্রামে। গতকাল শুক্রবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে নগরীর এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে তিনি মৃত্যুবরণ করেন।
জানা যায়, পারিবারিক বিরোধের জের ধরে গত বুধবার বেলা সাড়ে তিনটার দিকে বৈকুণ্ঠ চন্দ্র নাথকে প্রবাসী সবু কান্তি নাথ গাছের বাটাম দিয়ে পিটিয়ে মাথা ফাটিয়ে রক্তাক্ত জখম করেন। তখন তাকে মুমূর্ষু অবস্থায় প্রথমে নাজিরহাটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে চট্টগ্রাম নগরীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার সন্ধ্যা পৌনে সাতটায় বৈকুণ্ঠ চন্দ্র নাথ মৃত্যুর কোলে ঢলে পড়েন। এ ঘটনায় বৃহস্পতিবার একটি মামলা দায়ের করা হয়। মামলার প্রধান আসামি সবু কান্তি নাথ এখনো ধরা-ছোঁয়ার বাইরে। বৈকুণ্ঠ চন্দ্র নাথ পরপারে পাড়ি জমালেও তার হত্যাকারীকে পুলিশ গ্রেপ্তার করতে না পারায় ক্ষুব্দ এলাকাবাসী।