ফটিকছড়িতে বিশেষ টাস্কফোর্সের অভিযানে ৮০হাজার টাকা জরিমানা

1

ফটিকছড়ি প্রতিনিধি

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ফটিকছড়ির বিবিরহাট বাজারে অভিযান পরিচালনা করে ৫টি প্রতিষ্ঠানের মালিককে ৮০ হাজার টাকা জরিমানা করেছে বিশেষ টাস্কফোর্স। ২১ অক্টোবর দুপুরে এ বিশেষ টাস্কফোর্সের হাকিম উপজেলা নির্বাহী অফিসার, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোজাম্মেল হক চৌধুরী ওই প্রতিষ্ঠানগুলোর মালিকদেরকে এ অর্থ দন্ডে দন্ডিত করেন। এসময় অভিযানের খবর পেয়ে প্রতিষ্টান বন্ধ করে কেউ কেউ পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।
জানা গেছে, অভিযানে নিত্য প্রয়োজনীয় পণ্যের ম‚ল্যতালিকা যথাযথভাবে সংরক্ষণ ও প্রদর্শন না করা, পণ্যের পাকা ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ না করা, নির্ধারিত মূল্যের চেয়ে অধিক ম‚ল্যে ডিম বিক্রি করারসহ বিভিন্ন অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় ৫টি প্রতিষ্ঠানের মালিককে সর্বমোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে সবজি ও কাচাঁমালের আড়তদার হক ভান্ডারী বাণিজ্যালয় ও বারো আউলিয়া বাণিজ্যালয়ের মালিকদেরকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ডিমের উৎপাদক ও পাইকারি ব্যবসায়ী সরকার আজমীর পোল্ট্রি কমপ্লেক্সের মালিককে ২৫ টাকা জরিমানা করা হয়।
বিশেষ টাস্কফোর্স অভিযানে সহায়তা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. মেজবাহ উদ্দিন, কৃষি স¤প্রসারণ কর্মকর্তা আবু হেনা, ভেটেরিনারি সার্জন জাহাঙ্গীর মাহমুদ রাকিবসহ ছাত্র প্রতিনিধি ও থানা পুলিশ।