ফটিকছড়িতে বিজয় দিবসের প্রস্তুতি সভা

1

ফটিকছড়ি প্রতিনিধি

ফটিকছড়িতে মহান বিজয় দিবস ২৪ উদযাপন উপলক্ষে জাতীয় কর্মস‚চির আলোকে স্থানীয় কর্মস‚চি প্রণয়নের লক্ষ্যে প্রস্তুতিম‚লক সভা উপজেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা জহরুল হক হল রুমে ২৫ নভেম্বর অনুষ্ঠিত হয়েছে । সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মোজাম্মেল হক চৌধুরী। সভায় চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সরওয়ার আলমগীর বলেন- মহান বিজয় দিবস’২৪ উদযাপন উপলক্ষে তার দল বিএনপির পক্ষ থেকে সার্বিক সহযোগিতা থাকবে।
সভায় উপস্থিত ছিলেন ফটিকছড়ি থানা ওসি নুর আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আরেফিন আজিম, উপজেলা প্রকৌশলী তন্ময় নাথ, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, জহির আজম, হারুয়ালছড়ি ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী, পাইন্দং ইউপি চেয়ারম্যান একেএম সরোয়ার হোসেন, নাজিম উদ্দীন শাহীন, জামায়াতে ইসলামি উপজেলা সভাপতি নাজিম উদ্দীন ইমু, সেক্রেটারি ইউসুফ বিন সিরাজ, খালেদ বাবুল, মহিন উদ্দিনসহ মুক্তিযোদ্ধাগণ, উপজেলা বিভিন্ন অফিসারগণ, বিভিন্ন দলের প্রতিনিধিগণ।