ফটিকছড়ি প্রতিনিধি
ফটিকছড়িতে বিএনপির প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে দলটির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত ও দলটি চেয়ারম্যান বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । গতকাল শনিবার বিকেল ৫ টায় সদরে দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি যুগ্ম আহব্বায়ক সরোয়ার আলমগীর। ফটিকছড়ি পৌরসভা বিএনপির আহব্বায়ক মোবারক হোসেন কাঞ্চনের সভাপতিত্বে দোয়া মাহফিলে অংশ নেন বিএনপি নেতা নাজিম উদ্দিন শাহীন, তাহের সিদ্দিকী, মুনছুর চৌধুরী, আবু আজম তালুকদার, মহিবুল্লাহ বাহার, সিরিজ দৌল্লা চৌধুরী দুলাল, আলা উদ্দিন, আতিক চৌধুরী , জেলা যুবদল নেতা আজম খান, আবু মুনসুর, জালাল চৌধুরী, মো. আবছার, মোসরাফুল আনোয়ার মশু, জসিম উদ্দিন নান্নু, রশীদ চৌধুরী, দৌলত মিয়া, আবু সালেহ, সাইফুল হায়দার রাসেল, মোতাহারুল ইকবাল লাভলু, মো. ফারুক, মো. মুন্না, মো. তারেক, মো. ইব্রাহিম, মো. আলম, উপজেলা ছাত্রদলের আহব্বায়ক মহিন উদ্দিন, ওসমান, সুজন প্রমুখ।