লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪, বাংলাদেশ এর অন্তর্ভূক্ত লায়ন্স ক্লাব অব চিটাগাং ফটিকছড়ির উদ্যোগে পাইন্দং বেড়াজালি, যুগীনিঘাট ও হারুয়ালছড়ি এলাকায় বন্যাকবলিত মানুষের মাঝে নগদ অর্থ ও ত্রাণ বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন ক্লাব প্রেসিডেন্ট লায়ন জাবেদ আবছার চৌধুরী, ক্লাব সেক্রেটারি লায়ন ডা. বরুণ কুমার আচার্য (বলাই), ক্লাবের ফাউন্ডার প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ জানে আলম, ক্লাবের প্রাক্তন প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ সেলিম সিকদার, ক্লাবের সদ্য প্রাক্তন প্রেসিডেন্ট লায়ন গাজী মো. আবু জাফর, ক্লাব ট্রেজারার লায়ন কামরুন নাহার সিকদার, লায়ন এডভোকেট মাসুদুর আলম, লায়ন সলিল আচার্য্য, লায়ন রত্না আচার্য্য, লায়ন অপু আচার্য, লায়ন অর্চণা রানী আচার্য্য, লায়ন বিপুল সরকার প্রমুখ। বিজ্ঞপ্তি