ফটিকছড়িতে পুরস্কার বিতরণ ও গুণীজন সংবর্ধনা

2

ফটিকছড়ি প্রতিনিধি

ফটিকছড়িতে আল-নূর ফাউন্ডেশনের নূর মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৪ অক্টোবর বিকেলে উপজেলার নাজিরহাট বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে (নাজিরহাট জোন) আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোর্ডের পরিচালক এইচ এম সাইফুদ্দীন।
বোর্ডের সদস্য মো. মাসুদুল ইসলাম মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব) চট্টগ্রাম বিভাগের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আতিকুজ্জামান বিল্লাহ। অনুষ্ঠান উদ্বোধন করেন মাওলানা এইচ এম আশরাফ বিন ইয়াকুব। প্রধান আলোচন ছিলেন নূর মেধাবৃত্তি বোর্ডের চেয়ারম্যান প্রিন্সিপাল রায়হানুল আনোয়ার রাহী। বিশেষ অতিথি ছিলেন দেন এস এম আক্কাছ, মোহাম্মদ হাসান, মো. ইব্রাহিম বিজয়, মাওলানা দৌলত আলী খান, এয়াকুব আলী সিফাত, মুফতি মানুনুর রশিদ ভূঁইয়া, মোহাম্মদ রায়হান, মো. ফয়সাল, মো. মাহিন ও মো. আরাফাত প্রমুখ। অনুষ্ঠান শেষে বিভিন্ন গ্রেডে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।