ফটিকছড়ি প্রতিনিধি
ফটিকছড়িতে পুকুরের পানিতে ডুবে দেড় বছর বয়সী মাশফিক নামের এক শিশু নিহত হয়েছে। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে ফটিকছড়ি পৌরসভার ৭নং ওয়ার্ডের ধুরুং এলাকার শেখ নিয়াজ চৌধুরী বাড়িতে এ ঘটনা ঘটে। শিশু মাশফিক ওই এলাকার ওমান প্রবাসী কাইছার হামিদের পুত্র।
জানা গেছে, নিহত মাশফিক বাড়ির পাশে খেলছিল। এসময় সে পুকুরে পড়ে গিয়ে পানিতে তলিয়ে যায়। পরিবারের লোকজন তাকে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে পাওয়া যায়। তখন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান নিহতের চাচা তাহসিন।