ফটিকছড়িতে নিখোঁজ শিশুর লাশ প্রতিবেশীর টয়লেটে

1

ফটিকছড়ি প্রতিনিধি

ফটিকছড়ির দাঁতমারা এলাকায় নিখোঁজ হওয়া শিশু তাবাসসুম (৬) এর বস্তাবন্দি লাশ ১৩ দিন পর তালাবদ্ধ টয়লেট থেকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে এ লাশটি উদ্ধার করে পুলিশ। শিশু তাবাসসুম উপজেলার ভ‚জপুর থানাধীন দাঁতমারা ইউপির বড় বেতুয়া গ্রামের আমান হোসেনের মেয়ে। এর আগে গত ১৭ নভেম্বর বাড়ি থেকে নিখোঁজ হয় শিশু তাবাসসুম। পরদিন ভ‚জপুর থানায় একটি নিখোঁজ ডায়েরি করে শিশুর বাবা আমান হোসেন। এরপর শিশু তাবাসসুম সন্ধান চেয়ে গত ১৯ নভেম্বর বিকালে উপজেলার দাঁতমারা বাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে নিখোঁজের ১৩দিন পর প্রতিবেশীরর বাড়ির টয়লেট থেকে তাবাসসুমের লাশ উদ্ধার করা হয়।
জানা গেছে, যে বাড়ির টয়লেটে শিশুর লাশ পাওয়া গেছে ওই বাড়ির সদস্যরা ফেনিতে থাকেন। গতকাল শুক্রবার সকালে তারা দেখেন টয়লেটে একটি নতুন তালা। পরে ওই পরিবারের সদস্যরা স্থানীয়দের জানালে তারা পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরজুন জানান, খবর পেয়ে শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। শিশুর পরিবার থেকে নিখোঁজের সাধারণ ডায়েরি করা হয়েছিল। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।