ফটিকছড়িতে দুই বসতঘরে চুরি

1

ফটিকছড়ি প্রতিনিধি

ফটিকছড়িতে এক রাতে একই বাড়ির দুই ঘরে চুরির ঘটনা ঘটেছে। চুরি হওয়া দুই বসতঘরের তালা ভেঙে নগদ টাকা, স্বর্ণলংকার ও গুরুত্বপূর্ণ দলিলাদি এবং জিনিসপত্র চুরি করে নিয়ে যায় চোরের দল। ১৮ ডিসেম্বর দিবাগত রাতের যে কোনো সময় উপজেলার নারায়নহাট ইউপির ৯ নং ওয়ার্ডের বাউদ্দারপাড় বাজারের দক্ষিণে ওমদা মিয়া সওদাগরের রাড়িতে এ ঘটনা ঘটেছে বলে জানান বসতঘরের গৃহকর্তা হারুনুর রসিদ। তিনি আরো জানান, আমরা গত মঙ্গলবার বাড়ির সদস্যরা সকলে আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। বুধবার সকালে এসে দেখি বসত ঘরের ছিটকিনি ভেঙে ভেতরে প্রবেশ করে আলমিরার তালা ভেঙ্গে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ মোট সাড়ে ৭লাখ টাকার মালামাল ও গুরুত্বপূর্ণ জিনিসপত্র নিয়ে যায় চোরের দল। এ নিয়ে ভুজপুর থানায় বুধবার সন্ধ্যায় অভিযোগ দিয়েছি।
এ বিষয়ে জানতে চাইলে ভূজপুর থানার ওসি মোহাম্মদ আরজুন বলেন, চুরির বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করেছি । প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।