ফটিকছড়িতে জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন

1

ফটিকছড়ি প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামী ফটিকছড়ি থানা শাখার উদ্যোগে দলটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলন ০৬ নভেম্বর অনুষ্ঠিত হয়েছে। এতে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ফটিকছড়ি থানা শাখার সেক্রেটারি ইউসুফ বিন সিরাজ। তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং শ্রমিক কল্যাণ ফেডারেশন কখনো চাঁদাবাজি, টেন্ডারবাজি বা অন্য কোন অন্যায় ও অবিচারকে সর্মথন করে না। বাংলাদেশ জামায়াতে ইসলামীর লক্ষ্য হলো ন্যায় এবং ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা। কিন্তু সম্প্রতি ঘটে যাওয়া বিষয়ে অপকর্মের সঙ্গে আমাদের কোন সম্পৃক্ততা নাই। আমরা ফটিকছড়িতে শান্তি প্রতিষ্ঠায় সবাই প্রতিজ্ঞাবদ্ধ। অতীতে যে ভাবে এক সঙ্গে স্বৈরাচারের দোসদের প্রতিহত করেছি ঠিক একইভাবে ঐক্যবদ্ধভাবে ফটিকছড়িকে সুরক্ষিত রাখতে চাই। আসুন সব ভেদাভেদ ভুলে একটি সম্প্রীতির ফটিকছড়ি গড়ে তোলার শপথ গ্রহণ করি। সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ফটিকছড়ি থানা শাখার আমির নাজিম উদ্দীন সিকদার, যুব বিভাগের সভাপতি নবীর হোসেন মাসুদ, সমাজ সেবা সম্পাদক সিরাজুল হক প্রমুখ।