ফটিকছড়ি প্রতিনিধি
ফটিকছড়িতে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম সাজু আকতার (৩০)। গতকাল শনিবার সকালে কাঞ্চননগরের হলিপাড়া থেকে মরদেহ উদ্ধার করা হয়। সাজু ওই এলাকার নেজাম উদ্দিনের দ্বিতীয় স্ত্রী।
জানা গেছে, সাজু আকতার কাঞ্চননগরের মাইজপাড়ার সুলতান আহমেদের কন্যা। তার ১ বছর আগে তার বিয়ে হয়।
সুলতান আহমেদ জানান, তার মেয়েকে স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন শারীরিক নির্যাতন করে হত্যা করেছে। এরপর আত্মহত্যা বলে প্রচার করছে। তবে স্বামী নেজাম উদ্দিন এই অভিযোগ অস্বীকার করেন। ফটিকছড়ি থানার ওসি নুর আহমেদ জানান, জেনেছি ঘটনার আগের দিন সাজু আকতারের সাথে ভাসুরের স্ত্রীর ঝগড়া হয়। এ নিয়ে রাতে শ্বশুর-শাশুড়ি সাজু আকতারকে ভর্ৎসনা করেন। হয়ত তা সহ্য করতে না পেরে তিনি গলায় ফাঁস দিয়েছেন। শনিবার সকালে খবর পেয়ে পুলিশ ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে। এতে আত্মহত্যার কিছু লক্ষণ পাওয়া গেছে। প্রাথমিকভাবে আত্মহত্যা ধরে নিয়ে অপমৃত্যু মামলা করা হয়েছে। ময়নাতদন্তে নতুন তথ্য পাওয়া গেলে সেই অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।