ফটিকছড়িতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

1

ফটিকছড়ি প্রতিনিধি

কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য দলীয় নেতা-কর্মীদের প্রতি আহবান জানিয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহŸায়ক সরওয়ার আলমগীর। তিনি বলেন, সম্প্রতি সময়ে বন্যায় ফটিকছড়ির কৃষকদের ফসলি জমির ব্যাপক ক্ষতি হয়েছে। পরবর্তী উপজেলার কৃষকরা ঘুরে দাঁড়িয়েছে। তাদের রোপিত আমান ধান কাটা শুরু হয়েছে। তাই তাদের কাজে সহযোগিতা করুন। কারণ বাংলার রাখাল রাজা ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি নিজে সব সময় কৃষকদের পাশে ছিলেন। তিনি গতকাল শুক্রবার সন্ধ্যায় ফটিকছড়ির খিরাম উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাখতে গিয়ে এসব কথা বলেন। আহমদ ছাফার সভাপতিত্বে ও নুরুল আলমের সঞ্চালনায় সভায় প্রধান আলোচক ছিলেন জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন। বিশেষ অতিথি ছিলেন ফটিকছড়ি পৌরসভা বিএনপির আহবায়ক মোবারক হোসেন কাঞ্চন, মনসুর আলম চৌধুরী, মহিউদ্দিন আজম তালুকদার, খালেদ বাবুল, মো. শাহরিয়া, মো. কামাল, মিঞা মোশাররফুল আনোয়ার চৌধুরী, মো. সাইফুদ্দিন, আহমদ রশিদ চৌধুরী, মো. রাসেল, মো. শহিদ, মো. হাসান, মোজাহারুল ইকবাল লাভলু, মহি উদ্দিন মেসি প্রমুখ।