মো. এমরান হোসেন, ফটিকছড়ি
ফটিকছড়িতে এবার কাঁঠালের বাম্পার ফলন হয়েছে। আগের বছরের ন্যায় এখানকার সাধারণ মানুষের চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলায় জাতীয় ফল কাঁঠাল সরবরাহ করা হচ্ছে বলে জানা গেছে।
সরেজমিন দেখে গেছে, দাঁতমারা ইউনিয়নের হেঁয়াকো বাজারে যেদিকে চোখ যায় শুধু কাঁঠাল আর কাঁঠাল। খাগড়াছড়ির রামগড়, গুইমারা, মানিকছড়ি, কয়লা বাজার, ফটিকছড়ির দাঁতামারা, বালু টিলা নারায়ণহাট, মির্জারহাট, কাজীরহাট বাজার, বিবিরহাট বাজার, নাজিরহাট বাজার, আজাদীবাজার, নানুপুর বাজারসহ স্থানীয় এলাকার ব্যবসায়ীরা ওই বাজার থেকে কাঁঠাল ক্রয় করছেন। হেঁয়াকো বাজার থেকে কাঁঠাল ক্রয় করে নিচ্ছেন বিভিন্ন অঞ্চলের পাইকারী ব্যবসায়ীরাও। তারা প্রতিদিন এসব কাঁঠাল ট্রাক, জিপ, পিকআপ করে কুমিল্লা, ফেনী, নোয়াখালি, কুমিল্লা, চাঁদপুর, লক্ষীপুর ও ঢাকাসহ সারাদেশে নিয়ে যাচ্ছেন। প্রতি ট্রাকে ২-৩ হাজার কাঁঠাল বহন করা হয় বলে জানান একাধিক ড্রাইভার।
এই বাজারেই প্রতিদিন লাখ, লাখ টাকার কাঁঠাল লেনদেন হচ্ছে বলে জানান স্থানীয় ইউপি সদস্য ও ব্যবসায়ি কামাল উদ্দিন। তিনি বলেন, হেঁয়াকো বাজারটা পড়েছে আমার ওয়ার্ডে। এখানে প্রতিদিন সারাদেশের পাইকাররা এসে কাঁঠাল ক্রয় করে নিয়ে যাচ্ছেন।
কাঁঠালের ক্রেতা আবু হানিফ, আমিনুল হক,ফজলুল করিম জানান, এলাকার কাঁঠাল খবুই সুস্বাদু ও দাম কম। তাই আমরা কাঁঠাল এখান থেকে ক্রয় করে থাকি।
স্থানীয় কাঁঠাল বিক্রেতা জহির উদ্দীন বলেন, সাফমারা থেকে হেঁয়াকো বাজারে কাঁঠাল এনেছি, প্রতিটি কাঁঠালের দাম দিয়েছি ৭৫ টাকা করে।
ব্যবসায়ীরা জানান, একটি কাঁঠাল সাইজ অনুসারে ৪০ টাকা থেকে ১০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে পাইকারিতে। গত কয়েক বছর আগে একটি কাঁঠাল পাইকারি বিক্রি করতে হয়েছিল ৩০ টাকা। আর গত বছর প্রতি কাঁঠাল খুচরা বিক্রি হয় ৪৫ টাকা, তা এবার ৭০-১০০ টাকা বিক্রি করা হচ্ছে সাইজ অনুসারে।
জানা গেছে, উপজলার বাগান বাজার, দাঁতমারা, নারায়ণহাট, ভূজপুর, হারুয়ালছড়ি, সুয়াবিলের শোভনছড়ি, কাঞ্চননগর, খিরামে এবার কাঁঠালের বাম্পার ফলন হয়েছে। এতে কাঁঠাল চাষীরা খুবই খুশি। তারা তা বাজারে পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রি করেন।
ফটিকছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা আবু সালেক বলেন, চলতি বছর উপজেলায় ১ হাজার ২শ ৮৫ হেক্টর এলাকায় কাঁঠাল হয়েছে। এ অঞ্চলে বেশির ভাগ এলাকা পাহাড়ি হওয়ায় অনেক বেশি কাঁঠাল উৎপাদন হয়। উৎপাদিত কাঁঠালের মধ্যে রয়েছে বারি কাঠাল-১, বারি কাঁঠাল-২, খাজা, দোসরা, গালা।