ফটিকছড়ি প্রতিনিধি
ফটিকছড়ি উপজেলা ইউনিয়ন পর্যায়ের সম্মেলন স্থগিত করার জন্য নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক প্রধান, দলটির ভাইস চেয়ারম্যান এডভোকেট আহমেদ আজম খাঁন। ইতিমধ্যে তার নিকট উপজেলার বিভিন্ন বিএনপির কর্মী অভিযোগ দিলে তিনি গত রবিবার চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহবায়ক গোলাম আকবর খন্দকারকে মৌখিক ভাবে এ নির্দেশ দেন বলে তিনি গতকাল সোমবার রাত ৮টা ১০ মিনিটে মুঠো (০১৮৮৩৯২৪৫৩৯) ফোনে নিশ্চিত করেছেন । তিনি বলেন, আমি জানি সম্মেলন স্থগিত করেছে।
তিনি বলেন, খবর পেয়েছি এ সম্মেলন গুলোতে অনিয়ম হচ্ছে, বিরোধী পক্ষ তৈরি হয়ে গেছে দলের ভিতরে। এখন কোন বিরোধী পক্ষ থাকবে না। আগে যেমন গ্রুপিং ছিল এখন দলের ভেতর গ্রুপিং থাকবে না। সকল পক্ষকে ঐক্যবদ্ধ করে সকল পক্ষকে দলের ভেতরে যোগ্যতা অনুযায়ী মূল্যায়ন করা হবে। সেই ভাবে হচ্ছে না তাই সম্মেলন স্থগিত রাখতে বলেছি। সকল পক্ষের সিনিয়র নেতাদের সাথে কথা বলব। কথা বলে সকল পক্ষকে সাথে নিয়ে কাউন্সিলগুলো করবো। যাতে করে দলের মধ্যে আর কোন দ্বন্ধ গ্রুপিং, লবিং না থাকে। দল শক্তিশালী করবার জন্য সম্মেলন। সেই দলে যদি শক্তিশালী না হয় সম্মেলন করে কি হবে। কাজেই এ জিনিসগুলো পরীক্ষা নিরীক্ষা করে দেখে তারপর সম্মেলনের ব্যবস্থা করব আবার।