ফটিকছড়ি প্রতিনিধি
ফটিকছড়িতে আগুনে ২৭টি দোকান ভস্মীভূত হয়েছে। গতকাল রবিবার ভোরগত রাত ২ টার দিকে উপজেলার দাঁতমারা ইউনিয়নের শান্তিরহাট বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে আনুমানিক ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ইসমাইল জানান, রাতে দোকান বন্ধ করে সবাই নিজ নিজ বাসায় চলে যায়। রাত দুইটায় বাজারে আগুন লাগার খবর পেয়ে এসে দেখি আগুনে সব পুড়ে ছাই হয়ে গেছে। এর আগেও দুবার আগুন লেগেছিল এ বাজারে। ক্ষতিগ্রস্ত দোকান মালিক মাস্টার শেখ আহম্মদ জানান, আমার ২০টি দোকান আগুনে পুড়ে গেছে। সারা জীবনের আয় এখানে বিনিয়োগ করেছিলাম। এখন সব পুড়ে আমি নিঃস্ব হয়ে গেলাম।
জানা গেছে, আগুনে পুড়ে যাওয়া দোকানের মধ্যে ছিল ফার্মেসি, মুদির দোকান, হার্ডওয়ার স্টোর, প্রসাধনীর দোকান, কোকারিজের দোকান, ফার্নিচারের দোকান ইত্যাদি। এতে মোট ২৭টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
ফটিকছড়ি ফায়ার সার্ভিস স্টেশনের লিডার আব্দুল খাইয়ুম বলেন, আগুন লাখার খবর পেয়ে দূরত্ব হওয়ায় ঘটনাস্থলে যেতে সময় লেগেছিল ততক্ষণে অধিকাংশ দোকান পুড়ে যায়। তবে আশেপাশে কোনো জলাশয় না থাকায় আগুন নিয়ন্ত্রণে কিছুটা ব্যাগ পেতে হয়। ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। একটি ভাড়া বাসার চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এ সময় ২৭টি দোকান পুড়ে ছাই হয়েছে বলে তিনি জানান।